শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:যমুনার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল রাতে ইসলামপুরে নৌকাডুবিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
টানা বর্ষণ আর প্রবল পাহাড়ী ঢলে নদী তীরবর্তী এলাকা ছাড়াও পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে। সবমিলিয়ে জেলার ৭ উপজেলার অন্তত ৩৫ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভার প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গো খাদ্যের তীব্র সংকট।
প্রথম দফা বন্যায় পাওয়া ত্রাণ সহায়তা ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে চরম নিম্ন আয়ের মানুষ।
এদিকে সোমবার রাতে মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামপুর উপজেলার বামনা গ্রামে বরযাত্রী নিয়ে ফেরার পথে যমুনার শাখা নদীতে বলিয়াদহ ডেবরাইপেচ ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেখে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা বিদ্যুৎ আক্তার নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে মৃত অবস্থায় ও ২ জনকে অহত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় আলফি নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।