শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
বরিশালে বন্যপ্রানী ‘তক্ষক’ সহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব ৮।
সোমবার রাতে নগরীর কাশিপুর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ওই দুইজনকে আটক এবং তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- গৌরনদীর বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মোঃ ইফসুফ (৪৩) ও নগরীর গড়িয়ার পার এলাকার বাসিন্দা সাফেজ মল্লিকের ছেলে রফিকুল ইসলাম।
মঙ্গলবার র্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আটককৃতরা র্যাবের কাছে স্বীকার করেছেন যে তারা সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন।
আটককৃত আসামীদের ও উদ্ধার হওয়া তক্ষকটি বরিশাল এয়ারপোর্ট থানায় হস্তান্তর এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে ডিএডি আব্দুল মোন্নাফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।