সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। মুঠোফোনে এসব বিষয় নিশ্চিত করেছেন এই শিক্ষার্থী নিজে।
তিনি জানান, বর্তমানে তিনি খুলনাতে তার বড় ভাইয়ের বাসভবনে হোম কোয়ারেন্টিন (সঙ্গরোধ) অবস্থায় আছেন। এছাড়া নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷
মামুনের বন্ধু মোঃআজিজুর রহমান জানান, করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ জুন মামুন পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। আজ শনিবার সকালে তাঁর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
করোনা আক্রান্ত শিক্ষার্থীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডঃ মোঃ ছাদেকুল আরেফিন। তিনি বলেন, আমাদের প্রক্টর করোনা আক্রান্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করবে।তার কোন প্রয়োজনে আমাদের দরকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকার চেষ্টা করবে।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক ও তিনজন সাবেক শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।