শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
বরিশালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার অপরাধে ২২ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জুন) বরিশাল নগরের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ এলাকায় ও গৌরনদী উপজেলার বিভিন্ন বাজারে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বরিশাল নগরের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় ২ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, গৌরনদী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন মো. আলী সুজা। এসময় মাস্ক না পরে ঘোরাফেরা করায় পথচারী, ক্রেতা-বিক্রেতা ও মোটরসাইকেল আরোহী মিলিয়ে ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।