শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশালে ১২ জন ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার ভ্রাম্যমাণ আদালত বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অভিযানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় তপন ও বিনয় চক্রবর্তীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে চকবাজারে একটি কাপড়ের দোকানের কোনো বিক্রয়কর্মী মুখে মাস্ক না পরায় ওই দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাইট ও লংমার্চ নামে পৃথক দুটি জুতার দোকানের মালিককে বিক্রয়কর্মীর মাস্ক না পরা ও মাস্ক না সরবরাহ করার দায়ে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় সাতজন ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে লেফটেন্যান্ট আহাদ খানসহ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।