মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার এলাকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুজন বেপারী (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, শনিবার ভোরে বেজহার এলাকায় আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সুজন বেপারী নিহত হন।
নিহত সুজন বগুড়া জেলার সোনাতলা উপজেলার চুকাইনগর গ্রামের ইয়াসিন বেপারীর ছেলে। এছাড়া এ ঘটনায় ট্রাকের চালক সুজন মণ্ডল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।