শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
প্রাণঘাতী করোনাকালীন সময়ে বরিশাল নগরীতে ইজিবাইকের টোকেন ভাড়া, ঋনের কিস্তি মওকুফ, সড়ক সংস্কার ও পুনরায় লকডাউনের পূর্বে সাধারণ মানুষ এবং শ্রমিকদের খাদ্য ব্যবস্থা, এ্যাম্বুলেন্স, নমুনা সংগ্রহের বুথ কক্ষ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১২টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নগরীর সদররোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মহানগর ইজিবাইক চালক সমিতি সহ-সভাপতি জসিম হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখা সভাপতি শহিদুল হক, শ্রমিক ফ্রন্ট সংগঠক শহিদুল ইসলাম ও নূরে আলম প্রমুখ।
এসময় ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, পুনরায় বরিশাল শহর লকডাউন করার আগে সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেনীর ঘড়ে ঘড়ে খাদ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করুন। এটা নিশ্চিত করা না হলে অফিসে বসে বড় বড় কথা বলে তা বাস্তবায়ন সম্ভব হবে না।
অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশন থেকে ২ বসর পূর্বে ইজিবাইকের টোকেন চার্জ নেয়া বন্ধ করা হলেও এখন পর্যন্ত এক শ্রেনীর প্রভাবশালী টোকেন ব্যবসায়ীরা শ্রমিকদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করে নিচ্ছে।
এছাড়া এই মহামারী করোনার সময়ে এনজিওগুলো মানবিক চিন্তা থেকে সড়ে এসে তারা এখনো জোড় করে ঋনের কিস্তি টাকা আদায় করে যাচ্ছে। সেগুলো অবিলম্ভে বন্ধ করাসহ নগরীর খানাখন্দ হয়ে পড়া সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।