শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় বরিশাল নগরীর হাসপাতাল রোডে এক দোকানী ও তার স্ত্রীকে মারধর করেছে রিয়াজ হাওলাদার নামে এক দুর্বৃত্ত।
মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর রিয়াজ হাওলাদারকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
স্থানীয়রা আহত দোকানী নিতাই কুমার কর ও তার স্ত্রী রেখা রানী করকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।
এদিকে রিয়াজ হাওলাদার হাসপাতাল রোড এলাকার চিহ্নিত বখাটে এবং দুর্বৃত্ত বলে নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দারা। এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো।