মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
বরিশাল করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান (৬৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সোয়া ৬টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে।
মৃত সিদ্দিকুর রহমান বরিশাল নগরীর বেলতলা এলাকার মাহমুদিয়া স্কুল গল্লি এলাকার আ: হালিম খলিফার ছেলে।
জানা গেছে, ১০ জুন সন্ধ্যা পৌনে ৭টায় করোনা উপসর্গ নিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।
পরে রোববার দুপুর পৌনে ২টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।