শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
“লুটপাটের বাজেট নয়, জনগনের বাজেট চায় চাই এশ্লোগান নিয়ে বাজেটে শিক্ষাখাতে ৮% স্বাস্থ্যখাতে ৭% পার্সেন্ট বরাদ্দ সহ শিক্ষার জাতীয় করন,দূর্নীতি লুটপাট রোধ করে পূর্নাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে এবং শিক্ষার্থীদের এক বসরের সেমিস্টার ফি মওকুফের দাবী জানিয়ে জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র মৈত্রী বরিশাল জেলা ও মহানগর শাখা।
শনিবার (১৩ই) জুন বেলা সাড়ে ১২ টায় দূর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে নগরের প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিন করা হয়।
কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল মহানগর শাখার সভাপতি শামিল শাহরুখ তমালের সভাপতিত্বে কর্মসীচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির বরিশাল জেলা কমিটি নেতা ও সাবেক ছাত্র নেতা মোজাম্মেল হক ফিরোজ, কমরেড জাকির হোসেন, ছাত্রমেত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ,জেলা সভাপতি মিন্টু দে, আল মামুন রাব্বি ও সঞ্জয় কর্মকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন ইমরান নুর নিরব।