রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল ৪ আসনে ঐক্য ফ্রন্টের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া সহ নেতাকর্মীদের জীবননাশের হুমকি দেয়ায় আওয়ামী লীগ প্রার্থী পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। ১৬ ডিসেম্বর রোববার বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত এ অভিযোগ দাখিল করেন ঐক্য ফ্রন্টের প্রার্থী জে এম নুরুর রহমান। অভিযোগে তিনি বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য ফ্রন্টের মনোনয়ন পেয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে সংসদীয় আসন ১২২ এ প্রার্থী হয়েছেন। একই আসনে তার প্রতিদন্দী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত পঙ্কজ দেবনাথ সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রচার কাজে বাধা সৃষ্টি করছে।ইতোমধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার নির্বাচনী এলাকা হিজলা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ মনির হোসেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি অধ্যাপক ফখরুল আলম সবুজের বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এছাড়াও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা যুবদলের আহবায়ক ইউসুফ ফকির, বড়জালিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ইয়ামিন রাড়ী,হিজলা সরকারী ডিগ্রী কলেজের ছাত্রদল নেতা গাজী সাইদুল ইসলাম, বড়জালিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির দেওয়ান, যুবদল নেতা রিপন মোল্লা, ইউনিয়ন তাতী দলের সাংগঠনিক সম্পাদক রিপন কাজী,যুবদল নেতা জামাল হোসেন, তাতীদল ওয়ার্ড সভাপতি দুলাল হোসেন সহ অনেক নেতাকর্মীকে মারধর দিয়ে আহত বানায়।তারা মেমানিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর করে এবং হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্জ্ব আব্দুল গাফফার তালুকদারের ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালিয়ে ব্যপক ক্ষয়ক্ষতি করে।নির্বাচনী এলাকা মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় দখল করে পঙ্কজ দেবনাথের ব্যানার টানিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে রুপান্তরিত করে প্রচার প্রচারণা চালাচ্ছে।আওয়ামী নেতাকর্মীদের হামলার শিকার হয়ে আরও আহত হন উপজেলা বিএনপির সহ সভাপতি ও চর এককরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর শিকদার, চাদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর দেওয়ান,বিএনপি নেতা শাহাবুদ্দীন আকন,ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলী ও বিএনপি নেতা আনোয়ার বেপারী।এভাবে বিএনপি ও ঐক্য ফ্রন্টের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা ও জীবননাশের হুমকি অব্যাহত রয়েছে।এতে নুরুর রহমানের প্রচার প্রচারণা ব্যহত হচ্ছে।নেতাকর্মীরা হামলার ভয়ে ভীতস্থ হয়ে পড়েছে দাবী করে নুরুর রহমান অভিযোগে তার ও দলীয় নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা চান এবং অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।অভিযোগের ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, বিএনপির অফিস দখলের বিষয়ে অভিযোগ দিয়েছিল। ইউএনও এর মাধ্যমে সমাধান করা হয়েছে।