বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
বরিশাল জেলায় নতুন করে ৫৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৭৫৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত ০৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। মোট ১২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। তথ্য পাওয়া ০১ জনসহ জেলায় ০৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
মৃৃৃৃত বজলুুল রহমান (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। তার নমুনা রিপোর্ট পজেটিভ ফলাফল এসেছে।
বুধবার (১০ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে গৌরনদী উপজেলার ০৩ জন, ০১ জন চিকিৎসকসহ বানারীপাড়া উপজেলার ০৪ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০২ জন, ০১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ০৩ জন,সদর উপজেলার ০২ জন, বাবুগঞ্জ ও মুলাদী প্রত্যেক উপজেলায় ০১ জন করে ০২ জন সহ মোট ১৬ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলায় ০৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ০১ জন, মুলাদী উপজেলায় ০১ জন, উজিরপুর উপজেলায় ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৫ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন ইন্টার্ন চিকিৎসক ও ০১ জন মেডিকেল অফিসার, ০৬ জন নার্স, ০১ জন ড্রাইভারসহ মোট ০৯ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত সাগরদি ও বাংলাবাজার প্রত্যেক এলাকার ০৩ জন করে ০৬ জন, রুপাতলি এলাকার ০২ জন, কাউনিয়া, সদর রোড, কলেজ এভিনিউ, কালু শাহ সড়ক, চান্দু মার্কেট, হসপিটাল রোড, বগুড়া রোড, কাশিপুর, ভাটিখানা মোড়, গোডাউন রোড ও নথুল্লাবাদ এলাকার ০১ জন করে ১১ জন, সদর উপজেলাধীন জাগুয়া এলাকার ০২ জন সহ মোট ৫৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৮ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।