বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন
মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে বাকেরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ছাত্র কল্যাণ পরিষদ-ঢাকা, তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকাবহ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
রোববার রাতে রাজধানীর বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। রাতেই হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় নামাজে জানাজা শেষ করে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়।
সাহান আরা আব্দুল্লাহ ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী।