সোমবার, ২৮ Jul ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
করোনা দুর্যোগে বরিশালের এ্যাংকর সিমেন্ট থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন শ্রমিকরা।
রোববার বেলা ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, করোনা সংক্রমণের এই দুঃসময়ে এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষ পাশে না দাঁড়িয়ে উল্টো শ্রমিক ছাঁটাই করছে। যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে প্রতিষ্ঠানের সব শ্রমিকের পাওনা বুঝিয়ে দিয়ে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান বক্তারা।
শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।