বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বরিশাল নগরীর পলাশপুর এলাকার খালেক আকণ (৪০) ৪ জুন দুপুর দেড়টার দিকে করোনা ওয়ার্ডের আইসিইউতে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
অপরদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া থেকে পারভেজ (৩০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয় এবং রাত ১০টার তার মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।