শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
নির্বাচনী তফসিল ঘোষনাকে শুভেচ্ছা জানিয়ে কলাপাড়ায় বিএনপির আনন্দ মিছিল পটুয়াখালীতে যৌতুক মামলার বাদী ফাতেমাকে কোট চত্বরে সতিনের বর্বরোচিত হামলা পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামালা বরিশালে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত সচেতনতামূলক সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত বেগম জিয়ার জন্য ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া দল থেকে মনোনয়ন পেল পটুয়াখালী-০১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোসনা দিল পটুয়াখালী ৪ আসনে কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ — ঘরে বসেই মিলবে পণ্য সেবা কলাপাড়ায় মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে নারী কৃষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম আপনারা শহীদ জিয়ার রাজনীতি করেন, আপনারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন রাস্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন
ঝালকাঠিতে নমুনা সংগ্রহ বন্ধ, বিপাকে করোনা উপসর্গের রোগীরা

ঝালকাঠিতে নমুনা সংগ্রহ বন্ধ, বিপাকে করোনা উপসর্গের রোগীরা

Sharing is caring!

ঝালকাঠিতে নমুনা সংগ্রহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি–কাশি ও শ্বাসকষ্টে ভোগা রোগীরা।

আজ শনিবার সকাল থেকে ঝালকাঠি সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজের জন্য পরীক্ষা বন্ধ থাকায় দুই-তিন দিন নমুনা সংগ্রহ বন্ধ থাকবে।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের পরিষ্কার–পরিচ্ছন্নতা কাজের জন্য আপাতত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ অবস্থায় নমুনা সংগ্রহ করলে জট সৃষ্টি হবে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ বন্ধ রাখতে বলেছে।

ঝালকাঠি জেলায় শুক্রবার পর্যন্ত ১ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৮২৭ জনের প্রতিবেদন এসেছে। এর মধ্যে ৬০ জনের প্রতিবেদন পজিটিভ এসেছে। নমুনা সংগ্রহের কার্যক্রম বন্ধ থাকায় সদর হাসপাতালে নমুনা দিতে আসা রোগীদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার আসাদুজ্জামান খান বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমার ভাইয়ের নমুনা দিতে ঝালকাঠি সদর হাসপাতালে যাই। সেখান থেকে জানানো হয়, বরিশাল ল্যাবে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চলায় নমুনা পরীক্ষা বন্ধ। তাই ঝালকাঠিতে সর্বত্র নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। ভাইয়ের দ্রুত নমুনা পরীক্ষা করাতে না পারলে আমাদের পরিবারকে এখন ঝুঁকি ও আতঙ্কের মধ্যে থাকতে হবে।’

জেলার সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ‘বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজের জন্য পরীক্ষা বন্ধ থাকায় আমাদের দুই-তিন দিন নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হচ্ছে। পরীক্ষা না করাতে পারলে অহেতুক নমুনা সংগ্রহ করে লাভ নেই। এতে নমুনা সংগ্রহে জট সৃষ্টি হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD