শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
ভোলায় দুই চিকিসৎসহ আরও আটজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আক্রান্ত শনাক্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেন ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদরে একজন হাসপাতালের স্টাফসহ চারজন ও চরফ্যাশন উপজেলায় দুই চিকিৎসকসহ চারজন। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগী দাঁড়িয়েছে ৬১ জন হলো। নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও মোট আক্রান্তদের মধ্যে করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন নয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন এবং মারা গেছেন একজন।
জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৩০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে পরীক্ষায় ৬১টি ফলাফলে পজিটিভ ও ১ হাজার ৫৮৫টি নেগেটিভ। অন্য ফলাফল অপেক্ষমান। জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩ হাজার ৫০ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৭৪৮ জনকে।