বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
লকডাউন শিথিলের দ্বিতীয় দিনেই বরিশালে করোনা আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হলো। মাত্র ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ খুঁজে পাওয়া গেছে। যা ইতিপূর্বে ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ রেকর্ড।
মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব ও ঢাকা ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্ড এন্ড হেলথ ইনিশিয়েটিভে নমুনা পরীক্ষায় ওই ৫৪ জনের করোনা পজেটিভ আসে। আর এ নিয়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ৪১৮ জনে দাঁড়িয়েছে। এর আগে গত ৩১ মে সর্বোচ্চ ৪৯ জন এবং ১ জুন ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
মোট আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৪৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়নি বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।
তিনি জানান, ‘গত ২৪ ঘন্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৮ জনই বরিশাল মহানগরীর বাসিন্দা। বাকিরা বরিশাল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য, নগরীর ধান গবেষনা রোডের ২ জন, উলালঘুনি, কাউনিয়া সেকশন রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কাউনিয়া, রূপাতলী, নাজির মহল্লা, নথুল্লাবাদ, ফরেস্টার বাড়ি এলাকায় একজন করে মোট ৮ জন, বান্দ রোডস্থ বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের ২ জন স্টাফ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স ও একজন স্টাফ, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল সদর (জেনারেল) হাসপাতালের ৩ নার্স, ১ জন স্বাস্থ্য পরিদর্শক ও একজন স্টাফসহ মোট ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়াও আগৈলঝাড়া উপজেলায় ৩ জন, মুলাদীতে ৩ জন, মেহেন্দিগঞ্জে ১ জন চিকিৎসকসহ দু’জন, বাবুগঞ্জে ৬ জন, বানারীপাড়ায় ২ জন, উজিরপুরে ১ জন, গৌরনদীতে ১ জন ও বাকেরগঞ্জে ৫ জনসহ মোট ৫৮ জনের করোনা পজেটিভ।
বরিশাল জেলা প্রশাসন কার্যালয় থেকে জানাগেছে, ‘গত ১২ এপ্রিল বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে একজন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়। একই দিন পূর্বে মৃত্যু হওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
সবশেষ তথ্য অনুযায়ী বরিশাল মহানগরীতে ৩২৮ জন, বাবুগঞ্জ উপজেলায় ২১ জন, উজিরপুরে ১২ জন, বাকেরগঞ্জে ১৮ জন, মেহেন্দিগঞ্জে ৮ জন, হিজলায় ৪ জন, বানারীপাড়ায় ৯ জন, মুলাদীতে ৮ জন, গৌরনদীতে ৪ জন, আগৈলঝাড়ায় ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মোট আক্রান্তদের মধ্যে শেবাচিমের ইন্টার্ন ও দু’জন রেজিষ্ট্রারসহ মোট ১৯ জন চিকিৎসক, একজন সুপারভাইজারসহ ২৭ জন নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ২ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ২ জন, ১ জন স্টোরকিপার, ১ জন ড্রাইভার, ৫ জন স্টাফ, ১ জন কার্পেন্টার, ১ জন পরিচ্ছন্নতা কর্মীসহ স্বাস্থ্যবিভাগে কর্মরত মোট ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছে।