সোমবার, ২৮ Jul ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত
বরিশালে শুরু হয়েছে যাত্রীবাহী নৌযান চলাচল, যাত্রী সঙ্কট

বরিশালে শুরু হয়েছে যাত্রীবাহী নৌযান চলাচল, যাত্রী সঙ্কট

Sharing is caring!

দীর্ঘ ২ মাস ৭ দিন পর সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে যাত্রীবাহী নৌযান অর্থাৎ লঞ্চ চলাচল। রোববার (৩১ মে) সকাল ৬টা থেকে বরিশাল বিভাগের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের চলাচল শুরু হয়।

এরপর থেকে নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে লঞ্চগুলো চলাচল করেছে। আর রাতে নির্ধারিত সময়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করারর কথা রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল লঞ্চের। যার প্রস্তুতিও চলছে গতকাল শনিবার থেকে।

এদিকে বরিশাল নদী বন্দর ঘুরে দেখা গেছে, লঞ্চ চলাচলের শুরুর দিন সকালে যাত্রীসংখ্যা ছিল খুবই কম। একারণে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে লঞ্চে আরোহী হয়েছেন যাত্রীরা। লঞ্চে ঢোকার পথে জীবাণুনাশক দেওয়া হয়েছে হাতে, তবে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা নিতে দেখা যায়নি লঞ্চ কর্তৃপক্ষকে। অপরদিকে নদী বন্দরে প্রবেশের পথে সকালে জীবাণুনাশক ছিটানোর কোন তৎপরতা দেখা যায়নি।

যাত্রীরা বলছেন, নিজের স্বার্থে সকলকে মানতেই হবে স্বাস্থ্যবিধি। আর লঞ্চ কর্তৃপক্ষ বলছে সাধ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি রক্ষার চেষ্টা করা হয়েছে।

মৌসুমী-১ লঞ্চের মাষ্টার মো. নজরুল ইসলাম জানান, চালনা শুরু করার আগে তারা লঞ্চ ধুয়ে মুছে জীবাণুনাশক স্প্রে করে নিয়েছেন। যাত্রীদের হাতে দেওয়া হয়েছে জীবাণুনাশক, মাস্কের ব্যবহার নিশ্চিত করণের লক্ষ্যেও যাত্রীদের বলা হচ্ছে। তবে যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা না থাকার বিষয়টি জানিয়ে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, সাধারণ সামাজিক দূরত্ব নিশ্চিত, গ্লাভস ও মাস্ক ব্যবহারের বিষয়ে যাত্রীরাই সচেতন রয়েছে। আর জীবাণুনাশক ব্যবহারে লঞ্চ কর্তৃপক্ষই সচেতন রয়েছেন। তবে সকাল থেকে যাত্রী সংখ্যা খুবই কম থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি শতভাগ পালন করা হয়েছে।

তিনি জানান, সকাল থেকে এ পর্যন্ত ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটের উদ্দেশ্যে ১টি, ভোলার ভেদুরিয়ার উদ্দেশ্যে ২টি, মেহেন্দিগঞ্জের পাতারহাট ১টি, বাহেরচর ১টি লঞ্চ স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর ছেড়ে গেছে। অপরদিকে ভোলা থেকে ১টি ও পাতারহাট থেকে একটি লঞ্চ স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে বরিশাল এসেছে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ সরকার লঞ্চ চলাচল বন্ধ করে। এর পর আজ থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল। বরিশাল থেকে রাতে সুন্দরবন, সুরভী, কীর্তনখোলা ও অ্যাডভেঞ্চার-এই ৪টি বিলাসবহুল লঞ্চ রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD