সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
বরিশাল থেকে মাওয়া রুটে অবৈধভাবে যাত্রী পরিবহনকালে দুটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। পাশাপাশি মাইক্রোবাসের দুই ড্রাইভার সহ চারজনকে আটক করা হয় এসময়।
শুক্রবার বিকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মাইক্রোবাস ড্রাইভার শফিকুল মোল্লা, ফিরোজ আলম, দালাল আল আমিন এবং যাত্রী সোহেল রানা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাস দুটি সহ মোট চারজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন দুই ড্রাইভারকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা এবং মাইক্রোবাসের দালাল আল আমিনকে তিন হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া আটক যাত্রী সোহেল রানাকে মুচলেকা রেখে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।