রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
বরিশালে সকাল থেকে বজ্রবৃষ্টি শুরু হয়। মুলাদী উপজেলায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল ৮ টা ১০ মিনিট থেকে শুরু হয় বৃষ্টি। সাথে হয়েছে বজ্রপাতও।
আবহাওয়া অফিস জানায়, বেলা ১২ টা পর্যন্ত বরিশালে ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৩১ কিলোমিটার। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে বজ্রবৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
এদিকে হঠাৎ মুষলধারে একটানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে কিছুটা পানি জমে গেছে, আর এ কারণে জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষেরা পরেছেন বিপাকে।
অপরদিকে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আাহম্মেদ জানান, সকাল সাড়ে ৮ টার দিকে মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে কৃষক আব্দুল মান্নান গরু নিয়ে মাঠে যাচ্ছিলো।
এসময় বজ্রপাতে কৃষক আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।