শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের সন্তান, বাবার আদর্শের বিশ্বাসী হয়ে মানবতার মহিমায় উদ্বেলিত মানবের কল্যাণে কাজ করাই হলো মোঃ মাসুদ সিকদার এর নেশা। মুক্তিযোদ্ধা মরহুম আঃ মালেক সিকদার এর ছোট সন্তান মোঃ মাসুদ সিকদার, বাকেরগঞ্জ থানায় চরাদী ইউনিয়নে খানসামার তালুর সিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি সুশিক্ষায় শিক্ষিত হাওয়ার পাশাপাশি রাজনৈতিক মাঠেও তার মানবিক কল্যাণকর কার্যক্রম পরিলক্ষিত হয়।
মুজিব বর্ষ উপলক্ষে খেলাধুলা হতে শুরু করে এই মহামারির প্রাদুর্ভাব জনসচেতনতা মূলক প্রচারে লিফলেট বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, পবিত্র মাহে রমজান উপলক্ষে শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, হিন্দু ধর্ম অবিলম্বিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অনলাইনে ফোন কলে নিভৃতেই খাদ্য সামগ্রী বিতরণ এবং পবিত্র রমজানুল ঈদ উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ বস্ত্র শাড়ি-কাপড় বিতরণ করেন। তাছাড়াও কখনো’বা আবার অসুস্থ রুগীদের পাশে সেবক হিসেবে নিজেকে নিয়োজিত এবং সুখে দুঃখে মানুষের কল্যাণে ছুটে চলেন মোঃ মাসুদ সিকদার।
“Human services is Our dream”নামে মোঃ মাসুদ সিকদার এর একটি মানবিক সংগঠনও রয়েছে, যাহার মাধ্যমে তিনি সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মানবিক কল্যাণে ছুটে চলেন-কখনো বৃদ্ধাশ্রমে,কখনো এতিমখানায়, কখনো হাফেজিয়া মাদ্রাসায়,কখনো পথশিশুদের খাদ্য বিতরণ,কখনো শিত বস্ত্র বিতরণ, এছাড়াও প্রতিবছরই গ্রুপ এর পক্ষ থেকে থাকছে ঈদে বস্ত্র বিতরণ।
তাই এবিষয়ে মোঃ মাসুদ সিকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলে প্রতিবছরের মতো এবাও পবিত্র ঈদ-২০২০ আমাদের সংগঠনের পক্ষ থেকে তিনটি এলায় ঈদ বস্ত্র শাড়ি- কাপড় বিতরণ করা হয়।
মোঃ মাসুদ সিকদার তিনি চরাদী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।