শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: সদ্য বিএনপিতে যোগ দেওয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সাধারণ সম্পাদক বিধান চন্দ্রকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল চন্দ্র মণ্ডল গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এর আগে, ভোরে উপজেলার মদাতী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিধান চন্দ্র রায় উপজেলার মদাতী এলাকার বিভূতি রায়ের ছেলে। তিনি উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক পদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগদান করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, লালমনিরহাট সদর থানার একটি মামলায় বিধান চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।