বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
ঈদের কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় বরিশাল নগরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নগরের কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা, বাজার রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সাইফুল ইসলাম ও মারুফ দস্তেগীর। অভিযানে আইনানুগ সহযোগিতা দিয়েছে র্যাব-৮ এর দু’টি ও পুলিশের একটি টিম।
এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে এখন পর্যন্ত বরিশাল জেলায় ২৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সেখানে ৪৩২ জন ব্যক্তি ও ৫৭২টি প্রতিষ্ঠানকে মোট ৩৯ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৪৭ ব্যক্তিকে কারাদণ্ড ও ১১টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।