রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
ঘূর্নিঝড় আম্পানের কারণে বিপদসীমা অতিক্রম করেছে বরিশালের কীর্তণখোলা নদীর পানি। এতে বরিশাল নগরীর নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড বরিশালের সহকারি প্রকৌশলী এ ই জাবেদ।
তিনি জানান, কীর্তণখোলা নদীতে পানির উচ্চতা ২ দশমিক ৫৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এর উচ্চতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।
এদিকে জানা গেছে, কীতণখোলা নদীর পানির বিপদসীমার উপর থেকে অতিক্রম করায় নগরীর নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। এছাড়াও বরিশালে দুপুর থেকেই অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
অপরদিকে এরইমধ্যে সম্ভাব্য বিপদ এড়াতে গোটা বরিশাল জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ১লাখ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।