বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
“সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম দূর করা, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করা, আর্থিক প্রণোদনায় স্বচ্ছতা এবং কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওয়ার্কার্স পার্টি।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি বরিশাল মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু। বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ, নগর নেতা কমরেড জাকির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর আহ্বায়ক শামিল শাহরোখ তমাল, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি মিন্টু দে, ইমরান হোসেন নিরব প্রমুখ।