রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপ ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বরিশালের জেলা প্রশাসন।
প্রায় দুই লাখ ৩৯ হাজার ১৫০ জন মানুষের ধারণ ক্ষমতা অনুযায়ী বিগত দূর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান, বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার দুইটি সাইক্লোন শেল্টারসহ ৩১৪টি স্কুল কাম সাইক্লোন শেল্টার ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলা প্রস্তুত করা হচ্ছে।
রোববার বিকেলে বরিশাল জেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা শাখার বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক পরিসংখ্যানে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে শনিবার ও রোববার জেলা দূর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় এক জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা, জেলার সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা, মাঠে থাকা বোরো ধান দ্রুত কেটে ফেলার ব্যবস্থাকরণ, প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ সহ সিপিপি, রেড ক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দূর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।