বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
“পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র” বরিশাল সদর ব্রাঞ্চের উদ্যোগে নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ মে) সদর ব্রাঞ্চে করোনা ভাইরাসে ক্ষতি গ্রস্থ ১০০ পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
যার মধ্যে প্রতি প্যাকেটে ছিলো চাউল-১০কেজি, আলু-৫কেজি, লবন ১কেজি, ডাল-১কেজি, সাবান-১টি, মাস্ক-২টি, সয়াবিন তৈল-১লিটার এবং প্রতি প্যাকটে নগদ ২০০/- টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থাণীয় সরকার বিভাগ, উপ-পরিচালক (উপ সচিব) মোঃ শহিদুলইসলাম এবং সাথে ছিলেন মোঃ সাজ্জাদ পারভেজ, জেলা প্রবেশন অফিসার,বরিশাল জেলা। বরিশাল জোনের জোনাল ম্যানেজার ফজলুল করিম তালুকদার, এরিয়া ম্যানেজার মোঃ মাইদুল ইসলাম, এডমিন অফিসার মোঃ মনিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ রেজাউল করিম, বরিশাল সদর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার তৌহিদুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।