বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
বরগুনায় জেএমবি’র এক শীর্ষ সদস্য কে গ্রেফতার করেছে র্যাব ৮। তার কাছ থেকে অস্ত্র গুলি লিফলেট এবং বিপুল পরিমান উগ্রবাদী বই উদ্ধার হয়েছে।
আজ শুক্রবার সকালে বরগুনা সদর উপজেলার কালিবাড়ির কড়ইতলা এলাকা থেকে মোঃ আল আমিন সবুজ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, এসময় সবুজের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে সে নিজেকে জেএমবির সংগঠন ও সামরিক প্রশিক্ষন প্রাপ্ত সদস্য বলে স্বীকার করে। সে জেএমবির সামরিক শাখার শক্তি বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে কাজ করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব।