বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
বরিশালে ২ শত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (Hygienic kits) বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নগরীর নতুন বাজাররস্থ বেসরকারী উন্নয়ণ সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির পক্ষ থেকে এমভিএম- নেদারল্যান্ডস্ এর আর্থিক সহায়তায় করোনাভাইরাস কোভিড-১৯ প্রার্দুভাবের কারনে এই সামগ্রী বিতরণ করা হয়।
করোনা প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রসুলপুর, মহম্মদপুর ও পলাশপুরের ঘনবসতি এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর ২ শত পরিবারের মায়েদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (Hygienic kits) বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতি পরিবারে ৫ টি মাস্ক, ৩ জোড়া হ্যান্ড গ্লোভস্, ২ টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১ টি করে হ্যান্ড স্যানিটাইজার, ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার ও সচেতনতামূলক প্রচার পত্র (লিফলেট) প্রদান করা হয়।
সার্বিক বিষয়টি সংস্থাটির নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সিভিল সার্জনকে অবহিত করে কার্যক্রম সম্পাদন করেন বলে জানা গেছে।