বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির চলমান পরিস্থিতিতে বরিশাল বিভাগের ছয় জেলার ৪ লাখ ২০ হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া নগদ এককালীন আর্থিক সহায়তা।
ঈদের আগেই এসব অসহায় পরিবার মোবাইল ব্যাংকিং পরিসেবার ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতি পরিবার নগদ আড়াই হাজার টাকা করে এ সহায়তা পাবেন।
এই নগদ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষ রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে মুঠোফোনে এসব অসহায় পরিবারের সংখ্যা নিশ্চিত করেছেন বরিশাল বিভাগের ছয় জেলা প্রশাসক।
এসময় তারা জানিয়েছেন,ঈদের আগেই নিম্ন আয়ের এসব অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া জনপ্রতি আড়া হাজার টাকার সহায়তা।
এরমধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় একলাখ ৩০ হাজার,পটুয়াখালী ৭৫ হাজার, বরগুনা,ভোল ও পিরোজপুর জেলায় ৫৫ হাজার করে এবং ঝালকাঠি জেলায় ৫০ হাজার অসহায় পরিবার।
তারা আরো জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকালে গণভবন থেকে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকালে মোবাইল ব্যাংকিং পরিসেবার ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বরিশাল বিভাগের কয়েক হাজার অসহায় পরিবার আড়াই হাজার করে টাকা নগদ গ্রহন করেন।