বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
বরিশাল নগরীর রসূলপুর সংলগ্ন এলাকায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য পাশ করা শিক্ষার্থী এস এম নাঈমুল হাসান প্রজেক্ট ৬০ এর মাধ্যমে এই খাদ্য সহায়তা প্রদান করেন।
বরিশালের রসূলপুরে ৩৬টি বেদে পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
মোট ৩শ কেজি চাল, ১শ কেজি আলু, ৩৬ কেজি পিঁয়াজ, ১৮ কেজি মুসুরির ডাল, ১৮ লিটার সয়াবিন তেল ও ১৮ কেজি লবণ প্রদান করা হয়।
এর আগে হবিগঞ্জ জেলার ভানুগাছ উপজেলাতেও ১৪টি ভাসমান বেদে পরিবারের মাঝে প্রজেক্ট ৬০ এর উদ্যোগে ১০ দিনের খাবার বিতরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রজেক্ট ৬০ এর উদ্যোক্তা এস এম নাঈমুল হাসান বলেন, দেশের নাগরিক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবারই দায়িত্ব। এই জায়গা থেকেই প্রজেক্ট ৬০ শুরু করা। আর এই বেদে সম্প্রদায়ের মানুষজন এখনো সমাজের অনেকের কাছে অচ্ছুৎ হিসেবে থেকে যাচ্ছেন। তাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চিন্তা ছিল শুরু থেকেই।