বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
বরিশাল ঢাকা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ড্রাইভার ও ২ জন আহত হয়।
গুরুত্বর অবস্থায় এক যাত্রী মোঃ আলাউদ্দিনকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজনের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে দুপুর ১২ টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সিএনজিকে একটি ট্রাক ওভারটেক করার সময় সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে সালাহ উদ্দিন নামে এক যাত্রী গুরুত্বর আহত হয়। গুরুত্বর অবস্থায় তাকেও শের ই বাংলা মেডিকেল হাসপাতালে নেয়ার তার পথে মৃত্যু ঘটে।
এই সিএনজির চালক ও এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।