বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাটপট্টি বটতলা বাজার, ফকির বাড়ি, চকবাজার ও গীর্জা মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।
অভিযানকালে নগরীর নতুনবাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকার অপরাধে হানিফ নামের এক দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বগুড়া রোড এলাকায় সরকারি ভাতা বিতরণের সময় সামাজিক দূরত্ব না থাকায় হ্যান্ড মাইকের মাধ্যমে সকলের সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়।
একই পন্থায় নথুল্লাবাদ, নবগ্রাম ও চৌমাথা এলাকায় বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র্যাব-৮ এর সদস্যরা।