বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বান্দরবান ২৬ সেনা জোনের উদ্যোগে বিভিন্ন এলাকায় গরীব, অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বান্দরবান ২৬ সেনা জোনের উদ্যোগে বিভিন্ন এলাকায় গরীব, অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্টাফ অফিসার লেঃ শিহান মুনির ও লেঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল সেনা সদস্য এ সকল ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় বান্দরবান সদর উপজেলার দূর্গম এলাকা নতুন চড়ুই পাড়া, পুরাতন চড়–ই পাড়া এবং মুসলিম পাড়ায় কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় সেনাবাহিনীর সদস্যরা।
এসময় শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয় এবং সামাজিক দূরত্বের পাশাপাশি সরকারের প্রচারিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান সেনা কর্মকর্তারা।