বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হামপাতালে (শেবাচিম) করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে
শুক্রবার (১ মে) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৫৫) মৃত্যু হয়। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়ার উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল এই ব্যক্তি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩-এ ভর্তি হন। সেখান থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। পরে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানা যায়নি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় শুক্রবার নতুন করে একজন আরও ১ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১২ এপ্রিল থেকে এ জেলায় এখন পর্যন্ত ৩৮ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মুলাদী উপজেলায় ১ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া শনাক্তদের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল নিশ্চিত করেছে।