মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
বরিশালে করোনা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম।
উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, শাহে আলম, রত্না আমিন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন সহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় সমন্বয় ভাবে ত্রান বিতরণের বিষয়ে বিস্তর আলোচনা হয়। এচাড়াও স্বাস্থ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।