শনিবার, ১০ মে ২০২৫, ১০:২১ অপরাহ্ন
বরিশালের বানারীপাড়ায় চাঞ্চল্যকর কাওসার হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে উপজেলার করফাকর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত নজরুল ইসলাম রাঢ়ী (৩৫) করফাকর এলাকার আব্দুর রব রাঢ়ীর ছেলে।
বুধবার দুপুরে ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ১১ এপ্রিল বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের মোঃ কাওসার কবিরাজ(৩০) নামে এক ব্যক্তিকে সকাল সারে ১১টার সময় করফাকর সাকিনস্থ গ্রামের পার্শ্ববর্তী নলশ্রী গ্রামে বাগানের মধ্যে নিয়ে লাঠি ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে আঘাত করে ঘাড় ও হাত ভেঙ্গে দেয়া হয়। পরবর্তীতে মোঃ কাওসার কবিরাজ এর ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ঘটনার পর থেকে আসামীরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে চিকিৎসা করাতে ব্যর্থ হয়।
১৯ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা উদ্ধার করে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪ টায় তার মৃত্যু হয়।
উক্ত ঘটনার পর ২০ এপ্রিল পেনাল কোড ৩০২/৩৪ ধারায় বরিশাল জেলার বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
র্যাব জানায় , মামলার গ্রেফতারকৃত তিন নম্বর আসামীকে বরিশাল জেলার বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়।