শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বগুড়ায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল।
তিনি জানান, গত ১৭ এপ্রিল রাত ১০টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই যুবক হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে। এখনও পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।