সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
বরিশাল জেলায় আরো দুইজন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৪ জনে।
সোমবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, সোমবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ মেহেন্দিগঞ্জের একজন বাসিন্দা (পুরুষ-২৫) এবং রাতে নগরীর বগুড়া রোড এলাকার এক বাসিন্দার (নারী-৩৯) নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ আসে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।