সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
বরিশালে অবৈধভাবে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কেএএম হাফিজুর রহমানকে বদলী করা হয়েছে।
রোববার বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ওয়েবসাইটেও এই বদলী সংক্রান্ত অফিস আদেশ দেয়া হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন সাক্ষরিত ওই অফিস আদেশে উল্লেখ করা হয়, কেএএম হাফিজুর রহমানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পদে আগামী ২৬ এপ্রিলের মধ্যে যোগদান করতে হবে।
শনিবার লকডাউন উপেক্ষা এবং জনসমাগম করে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সংশ্লিস্টদের বিরুদ্ধে। খবর পেয়ে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান অবৈধভাবে মদ বিক্রির ছবি তুলতে যায়। এসময় সেখানকার উপস্থিত কর্মচারীরা ওই ক্যামেরাম্যানকে ধরে অফিসের মধ্যে নিয়ে নির্যাতন করে। খবর পেয়ে চলমান ভ্রাম্যমান আদালত র্যাবের সহায়তার সেখানে উপস্থিত হয়। পরে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কেএএম হাফিজুর রহমানকে বদলীর আদেশ জারী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তাকে ময়মনসিংকে বদলী করা হয়েছে বলে জানা গেছে এবং বরিশালে পরিতোষ কুমার কুন্ডুকে বদলী করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে।