সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
করোনা ভাইরাস এক আতঙ্কের নাম, যার কারণে সাধারণ মানুষ ভীত হয়ে পড়চে। করোনা শনাক্ত হোক বা না হোক উপসর্গ দেখা দিলেই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই দূরে চলে গেলেও এগিয়ে আসতে হচ্ছে পুলিশকেই।
জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজই তারা এমনভাবে করছেন যে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিচ্ছেন। এমনই এক ঘটনা ঘটেছে বরিশাল নগরে। করোনার উগসর্গ নিয়ে মৃত্যুবরণ করা শিশুর জানাযা ও দাফন কাজে যখন কেউ এগিয়ে আসছিলো না, তখন তা সম্পন্ন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
শনিবার (১৮ এপ্রিল) পুলিশের মিডিয়িা সেলে এমনই এক তথ্য দেয়া হয়।
যেখানে উল্লেখ করা হয়েছে, বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন ১২ নম্বর ওয়ার্ডের খ্রিষ্টান কলোনি সংলগ্ন সংলগ্ন হিরণ মিয়ার আমবাগান সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা ও শারিরীক প্রতিবন্ধী সবুজ হাওলাদারের ১বছর ৬ মাসের এক শিশু সন্তান মৃত্যু বরণ করেন। যে শিশুটিকে করোনা আক্রান্ত সন্দেহে, তার জানাজা ও দাফন কাজে কেউ এগিয়ে আসেনি।
পরে বিষয়টি জানতে পেরে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নির্দেশে কোতয়ালি মডেল থানা কর্তৃক ওই শিশুর জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হয়।