সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে বরিশালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার বিকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে গত ২৪ ঘন্টায় বরিশাল মহানগর ও জেলায় ১৪টি মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ৪৩ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে।
সকাল থেকে নগরীর পুলিশ লাইন রোড, বাংলাবাজার, আমতলার মোড়, সাগরদী, রূপাতলী, চৌমাথা, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় জনসমাগম, বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও সাইফুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে নগরীর কাশিপুর বাজারে বেশ কয়েকটি হার্ডওয়্যার ও ইলেকট্রনিকস এর দোকান সরকারি আদেশ অমান্য করে খোলা রেখে জনসমাগম করা ও করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করায় জেছিয়া ইলেকট্রনিকস, ইসরাত ফার্নিচার্স ও মুদিহ ইলেকট্রনিকস কে যথাক্রেম ১০ হাজার, ৫ হাজার ও ৮ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে বাজার মনিটরিং-এ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াউর রহমান। এছাড়াও নগরীর সাগরদী এলাকায় মদিনা জুয়েলার্স নামক একটি জুয়েলারি দোকানকে সরকারি আদেশ অমান্য করে খোলা রাখার জন্য একই আইনে ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সামাজিক দূরত্ব না মানার অপরাধে দণ্ডবিধি ২৬৯ ধারায় বিভিন্ন জনকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বেশ কয়েকটি স্পটে টিসিবির পণ্য বিক্রয়ে ক্রেতাদের দীর্ঘ লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানের পাশাপাশি সচেতনামূলক কার্যক্রম হিসেবে বেশ কয়েকটি স্থলে মাস্ক বিতরণ করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
এছাড়াও মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁদপুর ও পাতারহাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এর ধারা ৩৭ লঙ্ঘনের দায়ে একজনকে ১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় আড্ডা ও জনসমাগম ভেঙে দেওয়া হয়। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচলের নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
শুক্রবার বিকাল ৫টা হতে আলেকান্দা, সাগরদী, রুপাতলী, জাগুয়া, নবগ্রাম এলাকায় মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এ সময় নগরীর আলেকান্দা এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে একটি চা দোকান খোলা রেখে আড্ডাবাজি করে করোনার ঝুঁকি বৃদ্ধি করার দায়ে দোকানদার রফিকুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সাগরদী বাজারে আলতাফ স্টোরের মালিক মোঃ আলতাফ হোসেনকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। রুপাতলী এলাকায় সরকারি আদেশ অমান্য করে একটি ছোট চায়ের দোকান খোলা রাখায় দোকানের মালিক মোঃ জাহিদকে ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নবগ্রাম এলাকায় সরকারি আদেশ অমান্য করে একটি দোকান খোলা রেখে জনসমাগম করায় দোকানের মালিক মোঃ রুবেল গাজীকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া নবগ্রাম এলাকায় ঢাকা ফেরত একজনকে পরিবারের সদস্য সহ ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
বরিশাল মহানগরে চৌমাথা, সাগরদি, সদর রোড, চৌমাথা, হাসপাতাল রোড, সিএন্ডবি রোড, নথুল্লাবাদ, নতুন বাজার, বিএম কলেজসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্সসহ সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মারুফ দস্তেগীর। এসময় দোকান মালিকসহ সাধারণ জনগণকে আরো অধিকতর সতর্ক থাকার আহবান জানানো হয়। নগরীর আলেকান্দা এলাকায় ০১ জন মোটরসাইকেল চালককে তিনজন নিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি তৈরির অভিযোগে সংক্রামক রোগ আইন ২০১৮ এর ধারা ২৫(১) অনুসারে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
সন্ধ্যায় মুলাদী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এসময় অযথা মোটরসাইকেলে ঘুরাঘুরি করার অপরাধে ৪ ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতি জরুরী কাজ ব্যতীত বাড়ির বাইরে না আসার বিষয়ে সচেতন করা হয়।
হিজলায় রাস্তায় সাধারণ মানুষের চলাচল সীমিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম।