সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
করোনার বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা কার্যকর করা ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নগরীর সাগরদী এলাকায় জনসমাগম করে সামাজিক দূরত্ব নিশ্চিত না অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা অপরাধে ব্যবসায়ি শওকতকে ৫ হাজার টাকা, সুজন কে ২ হাজার টাকা, আবু সুফিয়ানকে ১ হাজার টাকা, আব্দুল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তিন আরোহিসহ মোটরসাইকেলে বিনা প্রয়োজনে ঘোরাঘুরির জন্য এক ভূয়া ফটোসাংবাদিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে রুপাতলী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় আনোয়ার নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা ও হেমায়েত নামের এক ব্যক্তিকে ৫ শত টাকা জরিমানা করা হয়।