সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা এলাকায় জাফর খান (২৫) নামে এক যুবক চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জাফরের পিতাও নিখোঁজ রয়েছেন বলে পরিবারের দাবী। এদিকে এই ঘটনায় দুইজনকে আটকও করেছে পুলিশ। তবে কি কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
মৃত জাফর কাজিরহাট থানাধীন ভাষানচর ইউনিয়েনর ৩নং ওয়ার্ডের খলিশাপাড় গ্রামের ইউনুস খানের ছেলে এবং সে বাবুগঞ্জে ড্রেজারে কাজ করতো।
পরিবারের দাবী, বুধবার রাতে বসতঘর থেকে জাফরকে মারধর করে নিয়ে যায় জাফরের চাচাতো ভাই মাইদুল খান সহ কয়েকজন। ৮নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সদস্য শাহাবুদ্দিন ফকিরের নেতৃত্বে এই মারধর করা হয় তাকে।
নিহতর মা পিঞ্জিরা বেগম জানায়, শাহাবুদ্দিন আহম্মেদ ফকির আমার ছেলেকে মেরেছে। রাতে আমার ছেলেকে মাইদুল সহ কয়েকজন মিলে আমার সামনে মারপিট করে নিয়ে যায়। পরে আমি ও আমার মেয়ে জোসনা খোঁজাখুজি করি পাইনি। সকাল বেলা আমার স্বামী ইউনুস খানকে কয়েকজন মিলে ধরে নিয়ে যায় এখন পর্যন্ত তাকেও পাওয়া যায়নি। এদিকে ছেলেকে খোঁজাখুজি করতে করতে নয়াভাঙ্গুলী খালের পাড় গিয়ে দেখি রেন্টি গাছের ডালের সাথে রশি দিয়ে গলাঁয় ফাঁস লাগানো অবস্থায়।
এদিকে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে জাফরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাজিরহাট থানা পুলিশের ওসি আনিসুল ইসলাম জানান, জাফরের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে একজন হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত বলে পরিবারের দাবী। এছাড়া জাফরের পিতা নিখোঁজ রয়েছে তাকে উদ্ধারে অভিযান চলছে।