সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীণ এক নার্স করোনায়া আক্রান্ত হয়েছেন।
বুধবার তার নমুনা পরীক্ষার পর রিপোর্টে করোনা পজিটিভ আসে।
রাতে বিষয়টি নিশ্চিত করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন জানান, ওই সেবিকার করোনা পজিটিভ আসলেও বর্তমানে সে সুস্থ্য থাকায় হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং তার নমুনা পুনরায় টেস্ট করা হবে।
উল্লেখ্য, এই নিয়ে বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০ জনে।