শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে পিছিয়ে পরা মিডিয়া কর্মীদের খাদ্য সহায়তা প্রদান করেছেন বরিশাল জেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যায় বরিশালের ৪ সাংবাদিক সংগঠনের নেতাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়।
জানা গেছে, পিছিয়ে পরা মিডিয়া কর্মীদের মধ্যে শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের ১৯২ জন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ১৫৬ জন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির ৩৭ জন এবং বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশন এর ১৭ জন। মোট ৪০২ জন মিডিয়া কর্মীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা পাওয়া পিছিয়ে পরা মিডিয়াকর্মীদের মধ্যে রয়েছে চিত্র সাংবাদিক, বার্তা সম্পাদক, রিপোর্টার, কম্পিউটার অপারেটর, প্রুফ রিডার, সার্কুলেশন ম্যানেজার, লাইনম্যান, পেস্টার, বিটপিয়ন, অফিস পিয়ন, ছাপাখানার কর্মচারীসহ অন্যান্য।
জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী সকল প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়।