শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বরিশালে সার্ভেয়ারদের কর্মবিরতি টাকা ছাড়া দেখা যায় না সন্তানের মুখ মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেহেন্দিগঞ্জে নয়নের হাত বিচ্ছিন্ন করা মামলার আসামী শুভকে জেল হাজতে প্রেরন রাসুলুল্লাহ সা.কে কুটুক্তিকারীদের বিচারের দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ কলাপাড়ায় স্বেচ্ছায় ১ লাখ তালের চারা রোপন করছেন এক কৃষক অনিয়ম ও অভিযোগের পাহাড় প্রধান শিক্ষক জুনায়েত খানের বিরুদ্ধে কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড কলাপাড়ায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুয়াকাটা সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার আ. লীগের ৩০০ নেতাকর্মীর নামে পৃথক ২ মামলা কলাপাড়ায় শিক্ষকের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন কর্মবীর ইউএনও মহিউদ্দিন আল হেলাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর ড. রাহাত
বরিশালের ৬আসেনে ১১ প্রার্থী নিজস্ব আয় থেকে ব্যয় করবেন নির্বাচনে

বরিশালের ৬আসেনে ১১ প্রার্থী নিজস্ব আয় থেকে ব্যয় করবেন নির্বাচনে

Sharing is caring!

ক্রাইমসিন২৪:একাদশ জাতীয় সংসদ নির্বাচনেপ্রতীক বরাদ্দের পর চলছে পুরোদমে প্রচার প্রচারণার কাজ।  আর এই প্রচার-প্রচারনায় বরিশালের ৬টি সংসদীয়আসনের ২৪ জন প্রার্থী ধার ও দানের টাকা দিয়ে ব্যয় নির্বাহ করবেন।  পাশাপাশি ১১জন প্রার্থী নিজস্ব তহবিল ও ব্যবসারটাকায় নির্বাচন করছেন।  নির্বাচন কমিশনেপ্রার্থীদের জমা দেয়া নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্যউৎসের বিবরনী সূত্রে জানা যায়, বরিশাল ১ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিনস্বপনসহ এই আসনের ৪ প্রার্থী দান ও ধারের টাকায় নির্বাচন করছেন।  এই আসনের আওয়ামীলীগের প্রার্থী আবুল হাসানাতআব্দুল্লাহ নিজ আয় থেকে ১০ লাখ টাকা এবং তার তিন ছেলের কাছ থেকে সেচ্ছাপ্রণোদিতপ্রদত্ত দানের ১৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় নির্বাহের প্রাপ্ত অর্থ হিসেবেদেখিয়েছেন।  বিএনপির প্রার্থী জহির উদ্দিনস্বপন নির্বাচনী ব্যয় নির্বাহের প্রাপ্ত অর্থ হিসেবে নিজ আয় থেকে আড়াই লাখ টাকা ওতার ভাইয়ের থেকে ধার বাবদ সাড়ে ৬ লাখ টাকা এবং স্ত্রীর কাছ থেকে সেচ্ছাপ্রণোদিতপ্রদত্ত দানের ১৬ লাখ টাকার কথা উল্লেখ করেছন। এ আসনে বাকী ২ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের মোঃ রাসেল সরদার ব্যবসাথেকে ১ লাখ টাকার পাশাপাশি অনুদান হিসেবে আরও দেড়লাখ টাকা নির্বাচনী ব্যয়নির্বাহের প্রাপ্ত অর্থ হিসেবে দেখিয়েছেন। বরিশাল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম নিজ ব্যবসার ২০ লাখ টাকা ওখালাতো ভাইয়ের কাছ থেকে ৫ লাখ টাকা দেনা করে নির্বাচনে অংশ নিয়েছেন।  একই সাথে তার মূল প্রতিদ্বন্দি প্রার্থী বিএনপিরসরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টু পূর্ব ব্যবসা থেকে আয় ২৫ লাখ টাকা নির্বাচনী খরচহিসেবে উল্লেখ করছেন।  বরিশাল ৩ আসনে জাতীয়পার্টির গোলাম কিবরিয়া টিপু, বিএনপির জয়নুল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী আতিকুররহমান ও বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এনায়েত কবির ব্যবসা ও নিজস্ব তহবিল থেকে২৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন বলে জানা গেছে।  বাকী প্রার্থীর মধ্যে এ আসনে নৌক প্রতিকেরপ্রার্থী ও বর্তমান সাংসদ টিপু সুলতান তার সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত আয় ও বাড়িভাড়া থেকে ৫ লাখ টাকা, শ্যালকের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার, সেচ্ছাপ্রণোদিতপ্রদত্ত দানের সাড়ে ৩ লাখ টাকা ও স্বজন ব্যতিত ধার ৫০ হাজার টাকা, দলের সহযোগীতাহিসেবে গণচাঁদার ১ লাখ টাকা নির্বাচনী ব্যয় নির্বাহের প্রাপ্ত অর্থ হিসেবেদেখিয়েছেন।  বরিশাল ৪ আসনে আওয়ামী লীগেরপ্রার্থী পঙ্কজ দেবনাথ নিজ ব্যবসার আয় থেকে নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকার কথাউল্লেখ করেছেন এবং সাইফুল্লাহ নামের অপর এক প্রার্থী শিক্ষকতা থেকে আয়ের ৩ লাখ ৬০হাজার টাকা নির্বাচনী ব্যয় করবেন বলে ব্যয় বিরনীতে উল্লখ করেছেন।  এই আসনে বিএনপির প্রার্থী নুরুর রহমান ব্যবসাথেকে ১৩ লাখ টাকা এবং ধার ও দেনার ৯ লাখ টাকা নির্বাচনে খরচ করবেন।  বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমানসরওয়ার ব্যবসা থেকে ২৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় উল্লেখ করেছেন। সরোয়ারেরপ্রতিদ্বন্দি প্রার্থী আওয়ামী লীগের জাহিদ ফারুখ শামীম বাড়ি ভাড়া ও পেনশন থেকে ১০লাখ টাকা, স্ত্রী ও পুত্রের কাছ থেকে ধার ১০ লাখ টাকা এবং এক শুভানুধ্যায়ীর কাছথেকে ৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন বলে হলফ নামায় দেখা গেছে।  পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীমুফতি সৈয়দ ফয়জুল করিমও নির্বাচন করছেন দানের টাকায়।  হাদিয়া থেকে তিনি ১ লাখ টাকা এবংস্বেচ্ছাপ্রনোদিত দান ৪ লাখ ৫০ হাজার টাকায় নির্বাচন করবেন তিনি।  বরিশাল ৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খাননিজ ব্যবসার ১৫ লাখ টাকা এবং দানের ১০ লাখ টাকা দিয়ে নির্বাচন করছেন। এই আসনেমহাজোটের প্রার্থী নাসরিন জাহান রতনা নিজস্ব তহবিল থেকে ১৯ লাখ টাকা এবং তিনভাইয়ের কাছ থেকে ধার করেছেন ৬ লাখ টাকা। এছাড়া এই আসনে নিজ অর্থে নির্বাচন করছেনস্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলামও জাতীয় সমাজতান্ত্রিক দলের মো: মহসীন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD