সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
বরিশালের গৌরনদীতে আরো একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।
সোমবার ওই মহিলা রোগীর (৬০) নমুনা পরীক্ষার পর তা পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ।
জানা গেছে, গৌরনদী উপজেলার বাসিন্দা ওই নারী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়।
রোববার তার নমুনা সংগ্রহ করে তা ঢাকার মহাখালিতে ইন্সটিটিউট ফর ডেভলপিং সাইন্স এন্ড হেলথ ইনিশিয়াটিভস এ পাঠানো হলে সোমবার তার টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ আসে।
উল্লেখ্য, রোববারও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ এলাকার দুইজনের নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ এসেছে। তবে তারা আগের থেকে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন। সব মিলিয়ে বরিশালে ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।