বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে ও জেলা প্রশাসকের কাছে উপেক্ষিত জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম। করোনা দুর্যোগের কোনো সভায় তাকে ডাকা হয়না আবার কার্যালয়ে গেলে চেয়ারও পায় না তিনি। এমনটাই অভিযোগ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি আরো জানান, করোনা প্রতিরোধে কমিটির উপদেষ্টা হওয়া সত্বেও তাকে কোনো সভায় ডাকা হয়না।
রোববার সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের সাথে যুক্ত হলেও জেলা প্রশাসন কার্যালয়ে মইদুল ইসলামকে আমন্ত্রন জানানো হয়নি। এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম জানান, জেলা প্রশাসক কর্তৃক করোনা বিষয়ে গঠিত কমিটির একমাত্র উপদেষ্টা হওয়া সত্বেও প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সে তাকে বলা হয়নি। জেলা পরিষদ কর্তৃক ত্রাণ দেয়ার বিষয়ে শনিবার রাতে জেলা প্রশাসকের সাথে কথা হলেও তিনি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্পর্কে কিছুই জানায়নি। এমনকি বিভিন্ন সময়ে করোনা সম্পর্কিত সভায় গেলেও তার আসন (চেয়ার) রাখা হয় না। এতে করে অস্বস্তিতে পড়তে হয়।
তবে এসব বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, পিএম অফিস থেকে ভিডিও কনফারেন্সে যাদের রাখতে বলা হয় আমরা তাদেরই রেখেছি। তাছাড়া এমন পরিস্থিতিতে যাতে জনসমাগম না হয় সেদিকটাও খেয়াল রাখতে হচ্ছে আমাদের।
source: hello barishal